এই উৎসবের দিনে, ঈশ্বর তোমের জীবনকে আনন্দে ভরে তুলুক। উল্টো রথে রইল শুভেচ্ছা। - পাঠান এমন বার্তা। জানা যায়, ওড়িশার প্রচীন পুঁথি ব্রক্ষ্মাণ্ডপুরাণ অনুসারে সত্যযুগ থেকে চালু হয়েছে এই রথযাত্রা। সেই সময় ওড়িশার নাম ছিল মালব দেশ। শুধু পুরী নয়, ইস্কন ও মাহেশেও মহাধূমধাম করে পালিত হয় রথযাত্রা।