আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় রথযাত্রা উৎসব। এবছর ১ জুলাই (১০ আষাঢ়) শুক্রবার পড়েছে রথযাত্রা। আর আজ অর্থাৎ ৯ জুলাই হল উল্টো রথ। এদিন মাসির বাড়ি থেকে তিন দেবতা ফিরবেন শ্রীধামে। এই দিকে বলা হয় বহুদা যাত্রা। জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরাম রথে চড়ে প্রত্যাবর্তন করেন। উল্টো রথের পর পুণ্য তিথি হল ১০ জুলাই। এই তিথি সুনাবেসা সমারোহ নামে পরিচিত। পুরীর মন্দিরে এদিন জগন্নাথ দেব, ভাই বলরাম ও বোন শুভদ্রার সঙ্গে রাজকীয় বেশ ধারণ করেন। সে যাই হোক, আজ উল্টো রথ উপলক্ষ্যে সকলকে জানান শুভেচ্ছা। জেনে নিন কী লিখবেন। রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ। দেখে নিন এক ঝলকে।