এই তিন রাশির সঙ্গে বিবাহে দাম্পত্য সুখ পারবেন বৃষ রাশির ছেলে-মেয়েরা, দেখে নিন তালিকা

রাশিচক্রের দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। শুক্রগ্রহের জাতক হলেন এই রাশি। এই রাশির ব্যক্তিদের মনে স্নেহ, মমতা, ভালোবাসা থাকে। এরা নিজেদের লক্ষ্যে সব সময় অবিচল থাকেন। এদের বন্ধু ভাগ্য বেশ ভালো হয়। এদের স্বভাব সকলকে আকৃষ্ট করে। শাস্ত্র মতে, সঠিক রাশির সঙ্গে বিবাহে এর খুশি হন। জেনে নিন কাদের সঙ্গে এদের মিল বেশ হয়। আর রইল তিন রাশির কথা। শাস্ত্র মতে, এদের সঙ্গে বিবাহে খুশি হন বৃষ রাশির জাতক জাতিকারা। জেনে নিন কে রয়েছে তালিকায়। 

Sayanita Chakraborty | Published : Mar 31, 2022 9:45 AM
110
এই তিন রাশির সঙ্গে বিবাহে দাম্পত্য সুখ পারবেন বৃষ রাশির ছেলে-মেয়েরা, দেখে নিন তালিকা

যে সকল ব্যক্তির জন্ম ইংরেজিতে ২১ এপ্রিল থেকে ২০ মে অথবা বাংলার ৮ বৈশাখ থেকে ৭ জৈষ্ঠ্যের মধ্যে, তারা এই রাশির অন্তর্গত। বৃষ রাশি হল রাশিচক্রের দ্বিতীয় রাশি। জ্যোতিষ মতে, এই রাশি যাদের হয়, সেই সকল ব্যক্তির মধ্যে অন্যরাশির তুলনায় স্নেহ, মমতা, ভালোবাসা বেশি থাকে।  

210

জ্যোতিষ মতে, বৃষ রাশির শুভ রঙ হল সাদা। শুভ দিন হল শুক্র, শুভ সংখ্যা হল ৪৮। এই রাশির শুভ দিক হল অগ্নিকোণ। শাস্ত্র মতে, সাদা প্রবাল পাথর হল এই রাশির শুভ রত্ন। তাই আপনার রাশি যদি হয় বৃষ, তাহলে যে কোনও শুভ কাজ করার আগে এই কয়টি জিনিস মেনে চলুন। 

310

স্বভাবে উদ্যোগী ও হাসিখুশি হন বৃষ রাশির জাতক জাতিকারা। এরা ভালোবাসার মানুষের প্রতি উজার করে দেন তার সব কিছু। একবার কাউকে মন দিয়ে ফেললে, সেই সম্পর্ক সহজে ভুলতে পারেন না। এরা সহজে রাগ করেন না। কিন্তু, একবার রেগে গেলে, সেই রাগ কমানো বেশ কঠিন। এরা কাউকে মন থেকে ভালোবাসলে, তার জন্য সব রকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে রাজি থাকেন।    

 

410

শাস্ত্র মতে, কর্কট রাশি-র সঙ্গে বিবাহে খুশি হন বৃষ রাশির জাতক জাতিকারা। বৃষ ও কর্কট রাশির দাম্পত্য জীবন সব থেকে বেশি সুখের হয়। এরা এক সঙ্গে সময় কাটাতে পারেন। এক অন্যের সঙ্গে পছন্দ করেন। কর্কট রাশির সঙ্গে স্বভাব ও মানসিকতার মিল হয় বৃষ রাশির।  

 

510

জ্যোতিষ মতে, কর্কট রাশি-র সুখে সংসার করেন বৃষ রাশির ছেলে মেয়েরা। এরা দুজনই বাড়ি তৈরি করতে ও গোছাতে পছন্দ করেন। সংসারের প্রতি এদের মন থাকে। দুজনেই সংসারী ও ঘরোয়া মানসিকতার অধিকারী। এরা বাড়ির নিরাপত্তা ও আরাম উপভোগ করেন। সে কারণে, এদের দাম্পত্য কলহ কম দেখা দেয়। এরা দাম্পত্য জীবনের সঙ্গে বাকি সম্পর্কগুলো ভালো করে সামলে চলতে পারেন। 

 

610

নিজের অনুভূতি এরা ভাগ করে নিতে পারে। কর্কট ও বৃষ রাশির মানসিকতার বিস্তর মিল থাকে। সে কারণে একে অন্যের সঙ্গে সব রকম কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এরা ভালো বন্ধুও হয়। আর এই স্বাচ্ছন্দ্য বোধ এদের সম্পর্ককে আরও গাঢ় করে। সে কারণে, কর্কট রাশির সঙ্গে বৃষ রাশির বিবাহে খুশি হন। 

710

কন্যা রাশির সঙ্গেও বিস্তর মিল হয় বৃষ রাশির ছেলে মেয়েদের। শাস্ত্র মতে, কন্যা রাশির প্রতি বেশি আকৃষ্ট হন বৃষ রাশির ছেলে মেয়েরা। এরা খুব তাড়াতাড়ি একে অন্যের বন্ধু হয়ে ওঠেন। এই বন্ধুত্বের জন্য প্রেম ভালো হয়। এই দুই রাশির বিবাহে খুশি থাকেন। 

 

810

বৃশ্চিক রাশির সঙ্গে মিল হয় বৃষ রাশির। এরা শারীরিক আকর্ষণ অনুভব করেন। শারীরিক আনন্দ পান। এর প্রভাব পড়ে দাম্পত্য জীবনে। মানসিক ও শারীরিক উভয় সুখ প্রাপ্তি হয় বৃশ্চিক ও বৃষ রাশির বিবাহে। তাই বিবাহের পূর্বে বৃষ রাশির ছেলে মেয়েরা বৃশ্চিক রাশির পাত্রী বা পাত্র বেছে নিতে পারেন।   

 

910

বৃশ্চিক রাশি ও বৃষ রাশির দাম্পত্য জীবন সুখের হয়। জ্যোতিষ মতে, এরা দুজনেই সম্পর্কের আনুগত্য ও স্থিতিশীলতায় মূল্য দেন। সম্পর্ক নিয়ে এদের মানসিকতার মিল হয় বিস্তর। সে কারণে, এরা দাম্পত্য সুখ লাভ করেন। মানসিকতার মিল হওয়ার এদের সম্পর্ক গাঢ় হয়। সম্পর্কে ভুল বোঝাবুঝি কম হয়। সে কারণে অশান্তি তেমন হয় না।    

 

1010

শাস্ত্র মতে, সঠিক রাশির সঙ্গে বিবাহে দাম্পত্য সুখ প্রাপ্তি মেলে। বিবাহের ক্ষেত্রে জ্যোতিষের ভূমিকা বহু দিনের। এই কারণে একটা সময় কুষ্ঠি মিলিয়ে বিয়ের রীতি প্রচলিত ছিল। বর্তমানেও বহু মানুষ এই কুষ্ঠি মিলেয়ে বিয়ে করেন। তাই বিয়ের আগে দেখে নিন কোন রাশির সঙ্গে কার কতটা মিল হয়। 

 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos