যে সকল ব্যক্তির জন্ম ইংরেজিতে ২১ এপ্রিল থেকে ২০ মে অথবা বাংলার ৮ বৈশাখ থেকে ৭ জৈষ্ঠ্যের মধ্যে, তারা এই রাশির অন্তর্গত। বৃষ রাশি হল রাশিচক্রের দ্বিতীয় রাশি। জ্যোতিষ মতে, এই রাশি যাদের হয়, সেই সকল ব্যক্তির মধ্যে অন্যরাশির তুলনায় স্নেহ, মমতা, ভালোবাসা বেশি থাকে।