বৈদিক শাস্ত্রে রয়েছে ১২টি রাশির উল্লেখ। মেষ থেকে মীন- সকল রাশির ব্যক্তিরা সকলে একে অপরের থেকে আলাদা। সকলের সঙ্গে সকলের রয়েছে বিস্তর ফারাক। কেউ শান্ত তো কেউ চঞ্চল। কেঊ ধূর্ত তো কেউ বোকা। তেমনই কারও স্বভাব দয়ালু তো কেউ স্বার্থপর। শাস্ত্র মতে, এই সবের কারণ হল রাশি। রাশি অনুসারে ব্যক্তির মধ্যে এমন তফাত হয়। আর আমাদের সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। আর এই সকল গ্রহের অবস্থান পরিবর্তনের প্রভাব পড়ে আমাদের জীবনে। গ্রহের অবস্থানের কারণেই ব্যক্তির জীবনে ভালো কিংবা খারাপ সময় শুরু হয়। আর ব্যক্তির ভবিষ্যত জানতে সকলেই এই গ্রহের অবস্থানের বিচার করে গণনা করে থাকেন।