ঘরে থাকা একটি আয়না বদলে দিতে পারে ভাগ্য, জেনে নিন বাস্তু মতে এর টোটকা

বাস্তুশাস্ত্র, এই বাস্তু শব্দটি এসেছে বস্তু থেকে। বাস্তু বলতে সব কিছুকেই বুঝায়- তা একটি স্থান হতে পারে- কিংবা একটা বাড়িও হতে পারে। ভারত উপমহাদেশে প্রায় সভ্যতার সূচনালগ্ন থেকে স্থাপত্য নির্মাণকে গুরুত্ব দেয়া হয়েছে। সভ্যতার শুরু থেকেই ভারতীও উপমহাদেশে শিল্পচর্চাকে ঊর্ধ্বে স্থান দেয়া হয়েছে। স্থাপত্যশৈলী উপবেদের অন্যতম বিষয়। স্থাপত্য উপবেদ বা স্থাপত্যশাস্ত্র চারটি উপবেদের অন্যতম। বর্তমানকালে বাস্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দৈনন্দিন জীবনে। দৈনন্দিন জীবনে অর্থভাগ্য উন্নত রাখলে বাড়ির নির্দিষ্ট কিছু স্থানে আয়না রাখার পরামর্শ দিচ্ছে বাস্তুবিশারদরা। 

Deblina Dey | Published : Mar 23, 2021 12:03 PM
17
ঘরে থাকা একটি আয়না বদলে দিতে পারে ভাগ্য, জেনে নিন বাস্তু মতে এর টোটকা

শাস্ত্র মতে, উত্তর দিকটি ধনদেবতা কুবেরের দিক। বাস্তুতে এই দিকের গুরুত্বও তাই অনেক।

27

ঘরের উত্তর দিকে দরজা-জানলা না থাকলে সেই স্থানে আয়না রাখা উচিত।

37

সকালে ঘুম থেকে উঠেই আয়নায় নিজেকে দেখলে শরীরে প্রবেশ করতে পারে নেগেটিভ এনার্জি।

47

বাস্তুমতে ঘরের পূর্ব দিকে আয়না রাখলে সন্তান সুখের সম্ভাবনা বৃদ্ধি পায়। 

57

পূর্ব দিকে আয়না রাখলে  ধন-সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা বৃদ্ধি পায়।

67

রান্নাঘরের সামনে আয়না রাখলে তাতেও উন্নতির যোগ থাকে।  

77

খাটের সামনে বা শোওয়ার স্থানে কখনোই আয়না রাখা উচিত নয় এতে দাম্পত্য সমস্যা বৃদ্ধি পেতে পারে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos