সাবধান, বার বার এই স্বপ্নগুলি দেখা মানেই বিপদ আসন্ন

অনেক সময় স্বপ্ন যেমন খারাপ ইঙ্গিত বা বার্তা বহন করে আবার এমন অনেক স্বপ্ন আছে যা সৌভাগ্যের বার্তাও বহন করে। স্বপ্নের অর্থ সম্পর্কে ভিন্ন ভিন্ন লোক ভিন্ন ভিন্ন মতামত পোষণ করেছেন যা সময় এবং সংস্কৃতির মাধ্যমে স্থানান্তরিত হয়েছে। মানুষ তো অনেক স্বপ্ন দেখে, তবে সবগুলো মনে রাখতে পারে না। তবে জ্যোতিষশাস্ত্র মতে আগাম খারাপ সময়ের ইঙ্গিত দেয় কয়েকটি স্বপ্ন। তবে জেনে নেওয়া যাক কোন কোন স্বপ্ন আগাম বার্তা দেয় যে আপনার খারাপ সময় আসতে চলেছে।

Deblina Dey | Published : Apr 10, 2021 11:38 AM
18
সাবধান, বার বার এই স্বপ্নগুলি দেখা মানেই বিপদ আসন্ন

 নিজেকে দেউলিয়া ঘোষনা করার স্বপ্ন দেখে থাকলে, তবে সেই ব্যক্তি ধনী হলেও প্রবল আর্থিক সমস্যার সম্মুখিন হতে পারেন। 

28

 স্বপ্নে পেঁচা দেখতে পাওয়ার অর্থ সেই ব্যক্তির প্রবল মানসিক সমস্যার সম্মুখিণ হতে চলেছেন পাশাপাশি চাকরি হারানোর সম্ভবনাও থাকে। 

38

স্বপ্নে যদি কেউ কোনও পাখিকে কাঁদতে দেখেন, তবে সেই ব্যক্তি আর্থিক দিক থেকে পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারেন। 

48

স্বপ্নে সংবাদ মাধ্যমের দ্বারা কোনও আত্মীয়র খবর পাওয়া এর অর্থ হল, আত্মীয় বিয়োগের সম্ভাবনা থাকে। 

58

কোনও ব্যবসায়ী যদি স্বপ্নে কোনও কুয়োর মধ্যে পড়ে যাচ্ছেন, এমন স্বপ্ন দেখেন তবে তাঁর ব্যবসায় কোনও বড়সড় ক্ষতি হতে চলেছে বলে মনে করা হয়।

68

স্বপ্নে যদি কোনও ব্যক্তি দেখেন তিনি ক্রমশ অন্ধকারের দিকে এগিয়ে চলেছেন, তবে সেই ব্যক্তি চরম আর্থিক সঙ্কটের মুখোমুখি হতে পারেন। 

78

স্বপ্নে প্রচুর সোনা দেখতে পাওয়ার অর্থ তা সম্পত্তি ক্ষতির ঈঙ্গিত।  

88

স্বপ্নে নিজের বাড়ির আসবাব ভেঙ্গে ফেলতে দেখার অর্থ শীগ্রই কোনও বড় সমস্যায় পড়তে চলেছেন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos