নতুন বছরে সৌভাগ্য পরিবর্তনের জন্য মেনে চলুন এই টোটকা, কাজে লাগান পুজোয় ব্যবহৃত সুপারি

Published : Dec 21, 2020, 11:21 AM IST

আমাদের প্রত্যেকের জীবনেই কখনও না কখনও আর্থিক সমস্যা দেখা দিতে পারে। যা জীবনে চরম এক দুর্বিসহ সময় এনে দেয়। জ্য়োতিষশাস্ত্র মতে, এই সুপারি আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারে। এর পাশাপাশি সম্পদ বৃদ্ধি ও মানসিক শান্তি পূরণেও সাহায্য করে পুজোয় ব্যবহার করা সুপারি। তবে চলুন জেনে নেওয়া যাক কীভাবে পুজোয় ব্যবহৃত সুপারি ব্যবহার করবেন নিজের সৌভাগ্য পরিবর্তনের জন্য।   

PREV
17
নতুন বছরে সৌভাগ্য পরিবর্তনের জন্য মেনে চলুন এই টোটকা, কাজে লাগান পুজোয় ব্যবহৃত সুপারি

গণেশের ছবি রয়েছে এমন একটি রুপোর কয়েন ও পুজোয় ব্যবহৃত সুপারি একসঙ্গে রেখে সিদ্ধিদাতার পুজো করুন। এতে শুভ ফল পাবেন হাতেনাতে।

27

একটি সাদা কাপড়ে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে এতে সুপারি, সামান্য আতপ চাল, কাঁচি হলুদ একসঙ্গে বেঁধে নিন।

37

বৃহস্পতিবার লক্ষী দেবীর পুজোয় ব্যবহৃত সুপারিতে সিঁদুরের ফোঁটা দিয়ে, সেটি যেখানে টাকা পয়সা রাখেন সেই স্থানে রেখে দিন। 

47

এর ফলে মা লক্ষ্মীর কৃপায় সর্বদা আর্থিক উন্নতি বৃদ্ধি পায়। পাশাপাশি আর্থিক সমস্যা থাকলে তা কেটেও যায়। 

57

একটি সবুজ কাপড়ে সুপারি, সামান্য আতপ চাল ও কাঁচি হলুদ একসঙ্গে বেঁধে নিন। 

67

ব্যবসার স্থানে বা কর্মক্ষেত্রে এটি অন্যের চোখের আড়ালে রেখে দিন। এতে আগত বাধা বিপত্তি কেটে যায়।

77

পুজোয় ব্যবহৃত এই সুপারী বাড়ির মূল প্রবেশদ্বারে একটু উঁচুতেই ঝুলিয়ে রাখুন। এতে সংসারের সার্বিক উন্নতি হয় ও সংসারের সুখ-সমৃদ্ধি বজায় থাকে। 

click me!

Recommended Stories