মিথুন রাশির জাতক জাতকেরা প্রতারণা ব্যাপারে সেরা। আপনি যদি তাদের চব্বিশ ঘণ্টা মনোযোগ না দেন, তারা এমন কাউকে খুঁজে পাবে যে তাকে সময় দেবে। এবং মিথুন রাশির মহিলারা বেশ সিদ্ধান্তহীন হতে পারেন। মিথুন রাশির প্রতারণা ধরা অতটাও সহজ কাজ নয়। তবে ধরা পড়ে গেলে বাকপটুতায় মানুষের মন গলিয়ে দিতে পারে সহজেই।