বাঙালির বারো মাসে তোরো পর্বনের মধ্যে অন্যতম বড় উৎসব হল দোলযাত্রা উৎসব। ছোট থেকে বড় এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। কবে আসবে এই দিন। বাঙালির দোল আর অবাঙালির হোলি, রঙের উৎসবে মেতে ওঠেন সকলেই। করোনার আবহে রঙের উৎসব ফিকে হলেও দুইদিন ব্যাপী মহাসমারোহে পালিত হয়েছে এই উৎসব। আজ হোলি উৎসব। হিন্দু শাস্ত্র মতেও এর অনেক রীতি রয়েছে, যা হোলির দিন পালন করা হয়। জানেন কি, এই কাজগুলি ভুলেই করবেন না হোলিতে, তাহলেই ঘটতে পারে বড় বিপদ।