বুধবার, ৬ অক্টোবর মহালয়া। পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনা। মহালয়া হল এমন একটি দিন যেদিন পূর্বপুরুষদের বিদায় জানানোর পালা। পিতৃপক্ষের শেষে অমাবস্যা তিথিতে মহালয়া পালন করা হয়। এই অমাবস্যা তিথিকে আবার সর্বপিতৃ অমাাবস্যা কিংবা বিসর্জনী অমাবস্যা বলা হয়। এদিন তর্পণ করে পিতৃপুরুষদের বিদায় জানানো হয়। শাস্ত্রমতে, পিতৃপক্ষে শ্রাদ্ধ, তপর্ণ ইত্যাদি মৃত্যু সংক্রান্ত আচার-অনুষ্ঠান পালন করা হয় তাই এই দিনে কোনও শুভ কাজ করা উচিত নয়। তবে জানেন কি, মহালয়ার দিন কেবল পুরুষরাই নয়, মহিলারাও পারেন তর্পণ করতে, জেনে নিন শাস্ত্র কী বলছে।