দীপাবলির আগের দিন মহা ধুমধাম করে পালিত হয় ধনতেরাস। কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে এই ধনতেরাস পালিত হয়। আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শুরু অবাঙালিদের ধনতেরাস উৎসব। বাঙালি নয়, বিশেষ করে অবাঙালিদের ঘরে ধনতেরাস অত্যন্ত পবিত্র উৎসব হিসেবে পালিত হয়, তবে উৎসবে মরশুমে এখন বাঙালিরাও সেই উৎসবে সামিল হচ্ছেন। আর ধনতেরাস মানেই জিনিস কেনার সুবর্ণ সময়। কিন্তু জানেন কি, ধনতেরাসের দিন নিজের রাশি মেনে জিনিস কিনলেই সারা বছর ভাল ফল পাওয়া যায়, ধন বৃদ্ধির জন্য কোন রাশির জন্য কোনটা শুভ, জেনে নিন আপনারটা।