বাস্তু মতে এই বিশেষ দিকের রয়েছে অনেক সুফল, এই নিয়মগুলি মনে রাখলে ফল পাবেন হাতে-নাতে

বাস্তুতন্ত্র এবং বাস্তু বিচার বহু প্রাচীন যুগ থেকেই চলে আসছে। নতুন বাড়ি বা ফ্ল্যাট থেকে শুরু করে ঘরের আসবাব, বাগান তৈরি প্রতিটা ক্ষেত্রই হতে পারে বাস্তু মেনে। কারণ এর রয়েছে অনেক সুফল, এমনটাই মত বিশেষজ্ঞদের। বাস্তুশাস্ত্র, এই বাস্তু শব্দটি এসেছে বস্তু থেকে। বাস্তু বলতে সব কিছুকেই বুঝায়- তা একটি স্থান হতে পারে- কিংবা একটা বাড়িও হতে পারে। সভ্যতার শুরু থেকেই ভারতীয়  উপমহাদেশে শিল্পচর্চাকে ঊর্ধ্বে স্থান দেয়া হয়েছে। বাস্তু শাস্ত্র অনুযায়ী চার দিকে যেমন, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ও চার কোন যেমন- ঈশান, নৈর্ঋত, অগ্নি এবং বায়ু। আর আপনার বাস্তুতে এই প্রত্যেকটি দিক বা কোনের রয়েছে আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। তাই সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে পালন করুন বাস্তুর এই নিয়মগুলি। 

deblina dey | Published : Dec 12, 2020 5:32 AM IST

19
বাস্তু মতে এই বিশেষ দিকের রয়েছে অনেক সুফল, এই নিয়মগুলি মনে রাখলে ফল পাবেন হাতে-নাতে

ঘরের দক্ষিণ পশ্চিম কোন কখনোই অন্ধকার রাখবেন না।

29

বাইরে থেকে আলো প্রবেশ না করলে প্রয়োজনে আলো জ্বেলে রাখুন।

39

বাড়ির চারপাশে শুকনো বা মরা গাছ থাকলে, তা যত দ্রুত সম্ভব অপসারণ করুন। 

49

প্রধান প্রবেশ দরজায় চৌকাঠ নীচু থাকলে একটু উঁচু করে দিন। যাতে ঘরের মধ্যে বাইরের আবর্জনা প্রবেশ করতে না পারে।

59

  বাড়ির মূল প্রবেশ পথ সব সময় পরিস্কার ও পরিচ্ছন্ন রাখুন। এতে বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। 

69

বারতি ঝামেলা থেতে মুক্তি পেতে স্নানের জল রোদে রেখে সেই জলে স্নান করুন।

79

প্রতিদিন গরু বা কুকুর-কে অন্ন দান করুন, এতে বহু বাধা কেটে যায়। 

89

দরজার সামনে ফুলের সুন্দর ছবি রাখুন। প্রয়োজনে সূর্যমুখী ফুলের ছবি রাখতে পারেন। 

99

প্রতিদিন সন্ধ্যায় ঠাকুর ঘরে প্রদীপ জ্বালান এতেও ঘরের নেগেটিভ শক্তি দূর হয় সহজেই। 

Share this Photo Gallery
click me!
Recommended Photos