এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে চলছে ভারত-সহ কলকাতাবাসীও। প্রায় সাড়ে ছয় হাজার বছর পর পৃথিবীর দিকে ধেয়ে আসছে ধূমকেতু নিওওয়াইস। ২৭ মার্চ প্রথম নাসার স্যাটেলাইটে প্রথমে নজর আসে এই ধূমকেতুটি। এর বৈজ্ঞানিক নাম- সি/২০২০এফ৩। জানা গিয়েছে কলকাতা থেকে গোটা ভারতবর্ষ জুড়ে খালি চোখেই টানা ১৮ দিন দেখা যাবে এই ধূমকেতুটিকে। সূর্যাস্তের পর অন্তত ঘন্টাখানেক দর্শন পাওয়া যাবে এই মহাজাগতিক দৃশ্যের।