বাড়িতে বাস্তুদোষ থাকলে তার প্রভাব পড়ে সদস্যদের শরীরের ওপর। যদি দেখেন সদস্যরা একের পর এক শরীরিক জটিলতায় ভুগছেন, তাহলে বুঝবেন বাড়িতে বাস্তুদোষ আছে। এর থেকে মুক্তি পেতে মেনে চলতে পারেন কয়টি টোটকা। অনেক সময় বাড়িতে বন্ধ ঘড়ি থাকলে তার থেকে শরীরে প্রভাব পড়ে। এক্ষেত্রে একদিকে যেমন বন্ধ ঘড়ি রাখবেন না, তেমনই ঘড়ি রাখুন উত্তর কিংবা উত্তর পূর্ব দিকে মুখ করে।