পূর্বপুরুষের নামে খাবার খাওয়ান পাখিকে। পাখিকে খাবার খাওয়ালে পুণ্য লাভ করবেন। কর্কট রাশির ছেলে মেয়েরা তাই বিশেষ পুণ্য তিথিতে দান করুন। এতে জীবনের সকল জটিলতা যেমন কেটে যাবে, তেমনই সব কাজে সফল হবেন। দরিদ্রদের জল দান করুন, চাল, গম ও তামার দ্রব্য দান করলে সৌভাগ্য লাভ করবেন। যে কোনও শুভ তিথিতে দান করলে সৌভাগ্য লাভ করবেন।