Published : Feb 11, 2022, 12:55 PM ISTUpdated : Feb 11, 2022, 12:59 PM IST
প্রতি বছর ৭ ফেব্রুয়ারি রোড ডে (Rose Day) দিয়ে শুরু হয় ভ্যালেন্টাইন্স উইক। তার পর একে একে আসে বাকি দিনগুলো। আজ প্রেম সপ্তাহের পঞ্চম দিন। সবাই পালন করছে প্রমিস ডে (Promise day)। আজ ভালোবাসার মানুষকে জানান সঙ্গে থাকার প্রতিশ্রুতি। জেনে নিন কোন রাশির প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। রইল প্রমিস ডে-র রাশিফল।
অবিবাহিতদের প্রেমের প্রস্তাব আসতে পারে। যারা সম্পর্কে আছেন তারা সম্পর্কের প্রতি যত্ন নিন। এই রাশির জাতক জাতিকারা প্রতিশ্রুতি প্রসঙ্গে খুবই দৃঢ় মনষ্ক হয়ে থাকেন। তাই এমন কোনও প্রতিশ্রুতি দেবেন না, যা রাখতে সমস্যায় পড়তে হবে। আজ মেষ রাশির জাতক জাতিকাদের দিন ভালো কাটবে।
212
প্রেমের জন্য ভালো সময় বৃষ রাশির। প্রেমের শিখরে অনুভব করবেন। প্রেমিকের সঙ্গে সকল দ্বন্দ্ব ঘুচে যাবে। দাম্পত্য জীবন সুখের হবে। আজ প্রমিস ডে-তে যারা সিঙ্গেল, তারা প্রস্তাব পেতে পারেন। তবে, তাড়াহুড়ো করবেন না। ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন।
312
প্রেম জীবনের সুখ ফিরে আসবে। প্রেমিকের প্রতি আকর্ষণ অনুভব করবেন। এই গোটা সপ্তাহ ভালো কাটবে মিথুন রাশির। পুরনো প্রেম ফিরে পেতে পারেন। দাম্পত্য জীবনের অশান্তিও দূর হবে। মিথুন রাশির প্রেমের জন্য সময় ভালো।
412
সম্পর্ক মজবুত করতে চাইলে অনুভূতিগুলো সম্পর্ক থেকে দূরে রাখুন। পুরনো ইচ্ছে পূরণ হবে আজ। আজ প্রেমের প্রস্তাব আসতে পারে। তবে, তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। এতে সমস্যায় পড়তে পারেন। কর্কট রাশির জাতক জাতিকারা এই সময় সতর্ক থাকুন।
512
আজ কারও মিথ্যে প্রশংসা করবেন না। এর জন্য সমস্যায় পড়তে পারেন। কাউকে প্রতিশ্রুতি দিলে ভেবে চিন্তে দিন। সিংহ রাশির জাতক জাতিকারা যাকে যা প্রতিশ্রুতি দেন তা পালন করেন থাকেন। তাই এমন কোনও প্রতিশ্রুতি দেবেন না যাতে সমস্যায় পড়তে পারেন।
612
আপনার আচরণে দুঃখ পেতে পারে আপনার মনের মানুষ। তাই সতর্ক থাকুন। এমন কোনও কথা বলবেন না, যা তাকে দুঃখ দেয়। আজ প্রমিস ডে-তে তার সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। দিনটি আজ ভালো কাটবে।
712
সম্পর্কের প্রতি যত্নশীল হন তুলা রাশির জাতক জাতিকারা। ভালো সময় কাটবে এই রাশির। দাম্পত্য জীবনের অশান্তি যেমন দূর হবে, তেমনই প্রেমের ক্ষেত্রেও ভালো সময়।
812
প্রেমের ব্যাপারে সফল হবেন। ভালো সময় কাটবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। আজ মনের কথা জানাতে পারেন। প্রেমিকের সঙ্গে ঝগড়া মিটে যাবে। তবে, আজ কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে পুনঃবিবেচনা করুন। তা না হলে সমস্যায় পড়তে পারেন।
912
ধনু রাশির জাতক জাতিকারা খুব ভালো মনের হয়। এরা মুখের ওপর সঠিক বলতে ভয় পায়। আজ প্রতিশ্রুতি দিবসে মনের কথা মনে না রাখে বলে ফেলুন। যাকে পছন্দ করেন, তাকে ভালোবাসার কথা জানান। দিনটি ভালো কাটবে।
1012
দ্বিমুখী জীবনযাপন করতে ভালোবাসে না এরা। যাদের সঙ্গে থাকেন, যে কোনও পরিস্থিতিতে তাদের সঙ্গ দেন। তাই আজ কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে বিবেচনা করুন। এমন প্রতিশ্রুতি দিন যা সারা জীবন মেনে চলতে পারেন। মকর রাশি জাতক জাতিকাদের দিন ভালো কাটবে।
1112
এরা আবেগপ্রবণ ও যত্নশীল প্রকৃতির কুম্ভ রাশির জাতক জাতিকারা। আজ জীবন সাথী পেতে পারেন। সপ্তাহ ভালো কাটবে। যাকে পছন্দ করেন, তাকে মনের কথা জানাতে পারেন। সময় এখন ভালো চলছে কুম্ভ রাশির।
1212
প্রিয়জনের সঙ্গে সময় ভালো কাটবে। মনের মানুষ খুঁজে পেতে পারে মীন রাশির জাতক জাতিকারা। সপ্তাহ ভালো কাটবে। যাকে যা প্রতিশ্রুতি দেন তা পালন করেন থাকেন মীন রাশির জাতক জাতিকারা। তাই এমন কোনও প্রতিশ্রুতি দেবেন না যাতে সমস্যায় পড়তে পারেন।