৭ এপ্রিল থেকে শুরু হবে ধন রাজ যোগ, গ্রহের পরিবর্তনের আর্থিক উন্নতি ঘটবে চার রাশির

জ্যোতিষ মতে, যে কোন গ্রহের অবস্থার পরিবর্তনের প্রভাব পড়ে প্রতিটি রাশির ওপর। কোনও রাশির শুরু হয় ভালো সময় তো কারও খারাপ সময়। এপ্রিল মাসে ৯টি গ্রহের পরিবর্তন ঘটতে চলেছে। গ্রহের মহা পরিবর্তনের প্রভাবে শুভ সময় শুরু হচ্ছে এই চার রাশির। জেনে নিন কোন গ্রহের পরিবর্তনে কোন রাশির লাভ হবে। 

Sayanita Chakraborty | Published : Apr 4, 2022 9:16 AM IST / Updated: Apr 04 2022, 02:50 PM IST
110
৭ এপ্রিল থেকে শুরু হবে ধন রাজ যোগ, গ্রহের পরিবর্তনের আর্থিক উন্নতি ঘটবে চার রাশির

জ্যোতিষ মতে, মঙ্গল গ্রহ ৭ এপ্রিল প্রবেশ করবে কুম্ভ রাশিতে। বুধবার ৮ এপ্রিল তা প্রবেশ করবে মেষ রাশিতে। অন্যদিকে, অবস্থান পরিবর্তন করবে সূর্য। ১৪ এপ্রিল সূর্য প্রবেশ করবে মেষ রাশিতে। ২৭ এপ্রিল সূর্যের আগমন ঘটবে মীন রাশিতে। তেমনই স্থান পরিবর্তন করবে বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি গমন করবে মীন রাশিতে।  

210

২৯ এপ্রিল শনি গ্রহের অবস্থান পরিবর্তন হবে। জ্যোতিষ মতে, শনি কুম্ভ রাশিতে যাত্রা করবে। আর ১২ এপ্রিল রাহু প্রবেশ করবে মেষ রাশিতে। তেমনই ১২ এপ্রিল কেতু তুলা রাশিতে গমন করতেব। এই এপ্রিল মাস বরাবর রাহু  ও কেতুর পরিবর্তন হতে চলে। 

310

এপ্রিল মাস বরাবার প্রায় ৯টি গ্রহের পরিবর্তন ঘটবে। সে কারেণ তৈরি হবে ধন রাজ যোগ। এই গ্রহের পরিবর্তনের প্রভাব পড়বে মোট ৪টি রাশির ওপর। জ্যোতিষ মতে, এই চার রাশির জাতক জাতিকাদের আর্থিক ভাগ্য খুলে যেতে চলেছে। শুরু হবে ধন রাজ যোগ। দেখে নিন এই তালিকায় কোন কোন রাশি আছে। 

410

জ্যোতিষ মতে, ধন রাজ যোগ শুরু হবে মেষ রাশির। চাকরি ও ব্যবসায় সাফল্য পাবে মেষ রাশি জাতক জাতিকারা। যাদের চাকরিতে বাধা আসছে, তাদের সব বাধা কেটে যাবে। বাড়তে পারে আয়ও। গ্রহের পরিবর্তনে শুভ সময় শুরু হবে মেষ রাশির ছেলে মেয়েদের। ২৯ এপ্রিলের আগেই এদের জীবনে পরিবর্তন দেখা যাবে। 

510

ভালো সময় শুরু হচ্ছে বৃষ রাশির। গ্রহ পরিবর্তনের ফলে ধন রাজ যোগ শুরু হবে। ২৭ এপ্রিলের মধ্যে শুক্র দেবের কৃপা পাবেন। এতে ব্যবসায় যেমন আর্থিক লাভ দেখা যাবে, তেমনই কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে। কাজ নিয়ে যদি কোনও বিবাদ থাকে, তাহলে তা মুহূর্তে সমাধান হবে এই এপ্রিল মাসেই। 

610

ভালো সময় আসছে মিথুন রাশির ছেলে মেয়েদের। এই রাশির দশম ঘরে শুরু হয়েছে রাজ যোগ। যে কারণে চাকরিতে যেমন উন্নতি হবে, তেমনই ব্যবসা ক্ষেত্রে লাভ হবে। মোটা অঙ্কের লাভ দেখার সুযোগ পাবেন মিথুন রাশির ছেলে মেয়েরা। যার এখনও বেকার, তারা এপ্রিল মাসে চাকরি পেতে পারেন। 

710

ধনু রাশির চতুর্থ ঘরে তৈরি হচ্ছে রাজ যোগ। এতে আপনার সম্পত্তি বৃদ্ধি পেতে পারে। ২৯ এপ্রিল শনি কুম্ভ রাশিতে যাত্রা করবে। এর প্রভাব পড়বে রাশির ওপর। এই সময় বৃহস্পতি অবস্থান করবে উচ্চস্থানে। সে কারণে আয় বৃদ্ধি ঘটবে ধনু রাশির ছেলে মেয়েদের। ব্যবসা ও চাকরি উভয়ক্ষেত্রে আয় বাড়বে। 

810

শাস্ত্র মতে, গ্রহের পরিবর্তনের প্রভাব পড়বে মেষ থেকে মিথুন রাশির ওপর। গ্রহের অবস্থানের পরিবর্তনে যেমন কিছু রাশির আর্থিক বৃদ্ধি ঘটবে, তেমনই আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন কেউ কেউ। তাই যে সকল রাশির আর্থিক উন্নতির যোগ নেই, তারা সতর্ক থাকুন। তা না হলে অকারণ অর্থ ব্যয় হতে পারে।

910

এপ্রিল মাসে ৯টি গ্রহের পরিবর্তন ঘটতে চলেছে। গ্রহের মহা পরিবর্তনের প্রভাবে শুভ সময় শুরু হচ্ছে এই চার রাশির। তাছাড়া, এই এপ্রিল মাসে একাধিক টোটকা করতে পারেন। এতে জীবনের সকল আর্থিক বাধা কেটে যাবে। জ্যোতিষ মতে সমাধান করুন সকল সমস্যার। 

1010

জ্যোতিষশাস্ত্র মতে মহাকাশে গ্রহগুলোর গতিবিধি আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে। আগামী ৭ এপ্রিল থেকে পরিবর্তন করতে চলেছে ৯টি গ্রহ। সে কারণে জ্যোতিষ মতে এপ্রিল মাস খুবই গুরুত্বপূর্ণ। এই সময় প্রতিটি রাশির জাতক জাতিকার জীবনে নানা রকম পরিবর্তন দেখা দেবে। বিশেষ করে পরিবর্তন ঘটবে আর্থিক অবস্থার। কারও শুরু হবে ভালো সময়, তো কারও খারাপ।

Share this Photo Gallery
click me!

Latest Videos