জ্যোতিষ মতে, যে কোন গ্রহের অবস্থার পরিবর্তনের প্রভাব পড়ে প্রতিটি রাশির ওপর। কোনও রাশির শুরু হয় ভালো সময় তো কারও খারাপ সময়। এপ্রিল মাসে ৯টি গ্রহের পরিবর্তন ঘটতে চলেছে। গ্রহের মহা পরিবর্তনের প্রভাবে শুভ সময় শুরু হচ্ছে এই চার রাশির। জেনে নিন কোন গ্রহের পরিবর্তনে কোন রাশির লাভ হবে।