আর মাত্র কয়েকঘন্টা। তার পরেই শুরু অবাঙালিদের ধনতেরাস উৎসব। বাঙালি নয়, বিশেষ করে অবাঙালিদের ঘরে ধনতেরাস অত্যন্ত পবিত্র উৎসব হিসেবে পালিত হয়, তবে উৎসবে মরশুমে এখন বাঙালিরাও সেই উৎসবে সামিল হচ্ছেন। করোনা আবহের মধ্য়েও দীপাবলির আলোকছটা ছড়িয়ে পড়েছে সারাদিকে।দীপাবলির আগের দিন এই উৎসব মহা ধুমধাম করে পালিত হয়। আর ধনতেরাস মানেই জিনিস কেনার সুবর্ণ সময়। কিন্তু জানেন কি, ধনতেরাসের দিন এই জিনিসগুলি কিনলেই সংসারে নেমে আসবে চরম দুর্দশা।