ভগবান সূর্যদেব এমন একজন দেবতা, যিনি সৌভাগ্যের প্রতিক। শাস্ত্রে মতে, সৌভাগ্য লাভ করতে চাইলে ভগবান সূর্যের পুজো করুন। যারা ভগবান সূর্যের পুজো করেন, তাদের ভাগ্য সূর্যের মতো উজ্জ্বল হয়। তাই রোজ সকালে তাঁর পূজো করার সঙ্গে জল অর্ঘ্য দিন। শাস্ত্র মতে, একটি তামার পাত্রে জল নিয়ে তা সূর্যদেবতারে অর্পন করুন।