রবিবার এই কয়টি কাজ করুন, জীবনের সকল বাধা কাটবে সূর্যদেবের কৃপায়

হিন্দু ধর্মে, সপ্তাহের প্রতিটি দিন কোনও না কোনও ভগবানের জন্য নির্দিষ্ট করা হয়। শাস্ত্র অনুসারে রবিবারে দেবতা হলে ভগবান সূর্য (Lord Sun)। এই দিনটি তাঁকে উৎসর্গ করা হয়। সূর্য দেবতা সুখ (Happiness), সম্পদ, সাফল্য ও স্বাস্থ্য  (Health) দান করেন। রবিবার সূর্য দেবতার আরাধনার সঙ্গে আরাধনা (Worship) সম্পর্কিত কিছু কাজ করতে পারেন। এতে জীবনের সকল বাধা কেটে যাবে, সঙ্গে সব ক্ষেত্রে সফল হবেন। জেনে নিন কী কী। 

Sayanita Chakraborty | Published : Mar 20, 2022 9:46 AM IST / Updated: Mar 20 2022, 03:19 PM IST
110
রবিবার এই কয়টি কাজ করুন, জীবনের সকল বাধা কাটবে সূর্যদেবের কৃপায়

হিন্দু শাস্ত্রে আদি দেবতাদের মধ্যে একজন হলেন ভগবান সূর্য। প্রতিদিন সকালে সূর্যদেবতারে ধূপ দেখিয়ে জল অর্পের উল্লেখ আছে শাস্ত্রে। মনে করা হয়, এতে ভগবান প্রসন্ন হন। আর তিনি প্রসন্ন হলে জীবনে সুখ বৃদ্ধি ঘটে। তাঁর কৃপা পেলে সব কাজে সফল হওয়া সম্ভব। তাই নিত্যদিন সূর্যদেবের পুজো করুন।  

210

ভগবান সূর্যদেব এমন একজন দেবতা, যিনি সৌভাগ্যের প্রতিক। শাস্ত্রে মতে, সৌভাগ্য লাভ করতে চাইলে ভগবান সূর্যের পুজো করুন। যারা ভগবান সূর্যের পুজো করেন, তাদের ভাগ্য সূর্যের মতো উজ্জ্বল হয়। তাই রোজ সকালে তাঁর পূজো করার সঙ্গে জল অর্ঘ্য দিন। শাস্ত্র মতে, একটি তামার পাত্রে জল নিয়ে তা সূর্যদেবতারে অর্পন করুন।   

310

সূর্য দেবতার কৃপায় সকলের সু-স্বাস্থ্য বজায় থাকে। পরিবারের সদস্যরা প্রায়শই অসুস্থতায় ভুগলে, নিয়ম করে সূর্যদেবতার পুজো করুন। তাছাড়া, বাস্তুদোষের জন্য পরিবারের সকল সদস্যের ওপর খারাপ প্রভাব পড়ে। তাই এমন কোনও কাজ করবেন না যাতে বাড়িতে নেতিবাচক এনার্জি তৈরি হয়। এতে সকলেই সুস্বাস্থ্য বজায় থাকবে। 

410

সব কাজে সফল হবেন ভগবান সূর্যের কৃপা পেলে। তাই কেবল রবিবার নয়, প্রতিদিন উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য দিন। সকাল সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করুন। ভগবান সূর্যের নাম জপ করুন। তাকে ধূপ দেখান। এই ধূপ বাড়িতে থাকা টপে পুঁতে দিতে পারেন। এতে তিনি প্রসন্ন হবে। 

 

510

রোজ আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন। সকাল সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করুন। ভগবান সূর্যের নাম জপ করুন। তারপর পাঠ করুন আদিত্য হৃদয় স্তোত্র। আদিত্য হৃদয় স্তোত্র সূর্যাষ্টক পাঠ নামেও পরিচিত। এতে সব কাজে সফল হবেন। সঙ্গে দূর হবে জীবনের সকল বাধা। 

 

610

ব্যবসায় আর্থিক বৃদ্ধি হোক, তা সকলেরই কাম্য। কিন্তু, হাজার পরিশ্রণ সত্ত্বেও অনেক সময় ব্যবসায় উন্নতি হয় না। এক্ষেত্রে, জ্যোতিষ টোটকা মেনে চলতে পারেন। প্রতি রবিবার সূর্যদেবের পুজো করুন। সূর্যাষ্টক পাঠ করুন। সূর্য দেবদে অর্ঘ্য দিন। দেখবেন সকল বাধা কেটে যাবে। রোজ পুজো করলেও উপকার পাবেন। 

710

শাস্ত্র মতে, ৯টি গ্রহের মধ্যে শ্রেষ্ট হল সূর্য। তাঁকে গ্রহের রাজা মনে করা হয়। তাই তাঁর নিত্য পুজোতে দূর হবে আর্থিক সমস্যা। নানা কারণে, অনেকেই লোনের সমস্যায় ভোগেন। এমনকী, আর্থিক ক্ষতির সম্মুখীন হন। তবে সব সম পূর্ব দিকে মুখ করে সূর্যদেবের পুজো করবেন।  

 

 

810

ভগবান সূর্যের প্রতীক হল লাল চন্দন। যে কোনও শুভ কাজে যাওয়ার আগে লাল চন্দনের টিকা পরুন। এতে সব কাজে সফল হবে। সঙ্গে কর্মক্ষেত্রে আপনার মান বৃদ্ধি ঘটবে। নিয়মিত ভগবান সূর্যের পুজো করার পর এই টিকা পরতে পারেন। শাস্ত্র মতে, এই লাল চন্দনের টিকা শুভ বলে গণ্য করা হয়।  

910

সূর্যদেবের কৃপা পেতে যেমন তাঁর নিত্য পুজো করবেন। তেমনই মেনে চলুন কয়টি টোটকা। প্রতিদিন একটি বিশেষ মন্ত্র পাঠ করুন। রোজ স্নান সেরে, পূর্ব দিকে মুখ করে বসুন। এবার একটি লাল আস পাতুন। তার ওপর বসে ‘ওম ঘৃণী নমঃ মন্ত্র’ জপ করুন। নিয়মিত এই মন্ত্র জপে উপকার পাবেন। 

1010

শাস্ত্র মতে, ঈশ্বরের চোখ মনে করা হয় সূর্যকে। তিনি আদি দেবতাদের মধ্যে একজন। তাই যারা সাধনার সঙ্গে যুক্ত আছেন, তারা অবশ্যই সূর্যদেবতার পুজো করুন। সাধনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সাধনায় শক্তি বৃদ্ধি হবে সূর্যদেবতার কৃপায়। তিনি প্রতিটি মানুষকে সৎ পথে চালনা করতে সাহায্য করেন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos