রাত পোহালেই বিজয় দশমী। মায়ের কৈলাসে ফেরার পালা। ফের দীর্ঘ এক বছরের অপেক্ষা শুরু। প্রতি বছর এই পাঁচটা দিনের জন্য অপেক্ষা করে থাকেন বাচ্চা থেকে বুড়ো সকলে। মায়ের আগমনে সকল দুঃখ ভুলে মেতে ওঠেন আনন্দে। ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে সকলে পুজো করেন মা-কে। জীবনের কোনও কঠিন সময় কাটাতে মা-ই সকলের ভরসা। সে কারণে পুজোয় যেন কোনও ত্রুটি না থাকে সে দিকে খেয়াল রাখেন সকলে। তবে, শাস্ত্র মতে ভালো পেতে মায়ের আরাধনার পাশাপাশি কয়টি জ্যোতিষ টোটকা পান করুন। এতে নিষ্পত্তি মিলবে জীবনের সকল জটিলতা থেকে। কেটে যাবে জীবনের সকল দুর্ভোগ কেটে যাবে। তেমনই ঘটবে উন্নতি। জেনে নিন দশমীতে কী কী টোটকা পালন করলে ঘটবে উন্নতি।