২০২২ সালে দেবীর গজে আগমন, ফল- শষ্যপূর্ণা বসুন্ধরা।
দেবীর নৌকায় গমন, ফল- শষ্য ও জল বৃদ্ধি।।
মহালয়া-
মহালয়া মানেই দুর্গাপুজোর শুরু। ভোরবেলা রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় চন্ডীপাঠ সকলের মনে পুজোর গন্ধ ছড়িয়ে দিয়ে যায়। আর সেই দিন থেকেই শুরু হয়ে যায়। ২০২২ সালের মহালয়া হবে ৮ আশ্বিন ১৪২৯, ২৫ সেপ্টেম্বর ২০২২ রবিবার।