Published : Sep 10, 2020, 09:55 AM ISTUpdated : Sep 10, 2020, 11:47 AM IST
এক নতুন সূর্যের রশ্মির সঙ্গে সকাল একটি নতুন দিনের শুরু। যদি সকালে এমন কিছু কাজ করা হয় যা কেবল নেতিবাচকতা দূর করে না মা লক্ষ্মীর কৃপাও বজায় রাখে, তবে এর চেয়ে ভাল আর কিছু হতে পারে না। বাস্তু মতে এমন চারটি কাজ রয়েছে যা সকালে মেনে চললে আপনার বাড়িতে অর্থের অভাব হবে না কোনওদিন।