শাস্ত্র মতে, যাদের দৃঢ় ভ্রু, তারা ভবিষ্যতে সম্মান পান। এরা যে কোনও কাজে সকলের নজরে আসেন। এরা সৌভাগ্যবান হয়ে থাকেন। সে কারণেই সব কাজে সম্মান পান। এমনকি, খ্যাতির শীর্ষে সব সময় থাকেন এই ধরনের মানুষ। এরা অল্প পরিশ্রমেই সফল হন। তাই আপনারও ভ্রু যদি দৃঢ় হয়, তাহলে সব কাজে সম্মান পাবেন।