আপনার ভ্রু-র আকৃতি বলে দেবে আপনার স্বভাব কেমন, জেনে নিন কে কেমন মানুষ

নতুন কোনও ব্যক্তির সঙ্গে আলাপ হলে কিংবা পরিচিত মানুষ কেমন তা জানতে ইচ্ছে হয় সকলেরই। কার মনে কী চলছে, তা জানতে উদগ্রীব থাকেন সকলে। এই কারণে বিপরীতে দাঁড়িয়ে থাকা মানুষটিকে সারাক্ষণ পর্যবেক্ষণ করে চলি আমরা। তার কথা বলা ভঙ্গি, হাঁটা-চলা সবই পর্যবেক্ষণ করি। এবার কে কেমন জানতে তাঁর ভুরু দেখুন। মানুষ স্বভাব বোঝা যায় তার ভ্রু দেখুন। রইল ১০ ধরনের মানুষের খোঁজ।    

Sayanita Chakraborty | Published : Mar 28, 2022 7:42 PM / Updated: Mar 28 2022, 07:45 PM IST
110
আপনার ভ্রু-র আকৃতি বলে দেবে আপনার স্বভাব কেমন, জেনে নিন কে কেমন মানুষ

সরু আই ভ্রু হয় অনেকে। দেখে মনে হয় যেন কাজল পেনসিল দিয়ে আঁকা হয়েছে। জানা যায়, যাদের এমন সরু ভুরু হয় তাদের আত্মবিশ্বাস নাকি কম থাকে। তাই আপনি যদি এমন ভ্রু-র অধিকারী হন, তাহলে নিজের আত্মবিশ্বাস বৃদ্ধির দিকে বিশেষ গুরুত্ব দিন। যে কোনও কাজে নিজের ওপর আস্থা রাখুন। দেখবেন সব কাজে সফল হবেন। 

 

210

তির্যক ভ্রু হয় অনেকেরই। শাস্ত্র মতে, যাদের তির্যক ভুরু তাদের কোণা যত কঠিন তত সে আবেগ প্রবণ। এমন মানুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালে সতর্ক থাকুন। এরা অল্পেতে আঘাত পেয়ে যায়। সে কারণে এদের মন নিয়ে খেলা করবেন না। এতে নিজেই পরে সমস্যায় পড়বেন। 

310

ইংরেজি এস আকৃতির ভুরু হয় অনেকের। এমন আকৃতির ভ্রু ওয়ালা মানুষদের থেকে সাবধান। এরা কিন্তু বড্ড বেশি চুজিং হয়। এমন কোনও মেয়ে প্রেম পড়লে হুট করে তাকে প্রস্তাব দিয়ে বসবেন না। প্রত্যাখ্যান পেতে পারেন। তাই এস আকৃতির ভ্রু আছে এমন মেয়ের সম্পর্কে পুরো পুরি জেনে নিন। তবেই সম্পর্কে জড়ান। 

 

410

জোড়া ভুরু থাকে অনেকেরই। শাস্ত্র মতে, জোড়া ভুরু যাদের থাকে, তারা উদ্যোগী স্বভাবের মানুষ। এরা নতুন নতুন কাজ করতে ভালোবাসে। সব কাজে এদের উদ্যোগ থাকে। এরা একেবারেই বিশ্রাম দিতে চায় না। চতুর ও সংযমী হন এরা। ফলে চট করে ঠকাতে পারবেন না এমন ভ্রু অধিকারী কিংবা অধিকারিণীকে। 

 

510

যদি আপনার সঙ্গীর দুটো ভ্রু-র মধ্যে থাকে অনেক খানি দূরত্ব, তাহলে বুঝবেন সে বেশিই আবেগপ্রবণ। এরা অন্যের কথা শুনে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এদের সহজে কেউ ভুল বুঝিয়ে দেয়। এমন মানুষের সঙ্গে মেশার ক্ষেত্রে সাবধান। এদের কাছে কিছু লুকাবেন না। ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে দুজনের মধ্যে। 

 

610

শাস্ত্র মতে, যাদের দৃঢ় ভ্রু, তারা ভবিষ্যতে সম্মান পান। এরা যে কোনও কাজে সকলের নজরে আসেন। এরা সৌভাগ্যবান হয়ে থাকেন। সে কারণেই সব কাজে সম্মান পান। এমনকি, খ্যাতির শীর্ষে সব সময় থাকেন এই ধরনের মানুষ। এরা অল্প পরিশ্রমেই সফল হন। তাই আপনারও ভ্রু যদি দৃঢ় হয়, তাহলে সব কাজে সম্মান পাবেন। 

 

710

ছোট মাপের ভ্রু হয় অনেকে। শাস্ত্র মতে, ছোট ভ্রু হলে এরা রাগী হন। অল্পতেই এদের মাথা গরম হয়ে যায়। নিজের ওপর মোটেও নিয়ন্ত্রণ রাখতে পারেন না। এদের থেকে সাবধান। এদের বুঝে শুনে চলুন। এরা মনের দিক থেকে ভালো মানুষ হয়ে থাকেন। তবে, এরা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না। 

 

810

ভি শেপের ভ্রু হয় অনেকের। শাস্ত্র মতে, এরা সরল মনের মানুষ হন। এই ধরনের মানুষকে সব ব্যাপারে বিশ্বাস করতে পারেন। এরা কাউকে ঠকায় না। মনের এক মুখে এক এমন নন এরা। এদের সঙ্গে সম্পর্কেও জড়াতে পারেন। এরা সম্পর্কের প্রতি যত্নবান হন।   

 

910

হালকা ভ্রু হয় অনেকের। ভুরুর লোক ছাড়া ছাড়া থাকে। শাস্ত্র মতে, এরা আদর্শ ও সিদ্ধান্তে অটুট প্রকৃতির মানুষ হন। এদের সিদ্ধান্ত বদল করা খুব কঠিন। এমন মানুষকে অনেকে জেদী ভেবে ভুল করেন। এবার থেকে ভ্রু দেখে বুঝে নিন কে কমন স্বভাবের। সেই বুঝে তার সঙ্গে মেলা মেশা করুন। 

 

1010

হালকা রঙের ভ্রু হয় অনেকে। চুলের থেকে ভ্রু-র রঙ হালকা হলে এদের থেকে সাবধান। শাস্ত্র মতে, এরা কৃপন স্বভাব মানুষ হন। কোনও ক্ষেত্রে মোটেই খরচ করতে চান না। এদের থেকে টাকা বের করা বেশ কঠিন। 

 

 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos