শনিবার অমাবস্যায় এই সূর্যগ্রহণের বেশ কিছু নিয়মবিধি রয়েছে, যা নিষ্ঠাভরে পালন করে পুরোনো অনেক জিনিস ফিরে পেতে পারেন, এমনকী কোনও ইচ্ছাপূরণ এবং ধনসম্পত্তি পাওয়ারও যোগ রয়েছে। আবার সূর্যগ্রহণের দিন নিষ্ঠাভরে এই জিনিসগুলি না মানলেই জীবনে আসতে পারে নানা রকমের জটিল সমস্যা।