রাস যাত্রা সনাতন ধর্মালম্বীদের একটি বাৎসরিক উৎসব। রাস মূলতঃ শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। রাস নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব। শরৎকালে শারদোৎসবের পরেই শুরু হয় উৎসবের প্রস্তুতির বাড়বাড়ন্ত; কার্তিকীপূর্ণিমায় অনুষ্ঠিত হয় নবদ্বীপের শ্রেষ্ঠ লোকায়ত উৎসব "রাস"। এখানকার রাসের প্রধান বিশেষত্ব হচ্ছে মূর্তির বিশালতা। অপরূপ মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে নানারূপে শক্তি আরাধনাই নবদ্বীপের রাসের প্রধান বৈশিষ্ট্য। আজ বেলা ১২ টা বেজে ৩২ মিনিট থেকে শুরু হবে পূর্ণিমার যোগ। রবিবার ও সোমবার সারা দেশ জুড়ে পালিত হবে সনাতন ধর্মালম্বীদের গুরুত্বপূর্ণ একটি উৎসব রাস পূর্ণিমা। হাতে আর মাত্র একটা দিন। জেনে নিন এই পূর্ণিমাতে নির্দিষ্টি নিয়ম মেনে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করলে জীবনে সুখ ও সমৃদ্ধি পায়। রাশি অনুযায়ী কোন রাশি কীভাবে কাজে পুজো করবেন এই পূর্ণিমাতে।