Published : Feb 02, 2022, 06:16 PM ISTUpdated : Feb 02, 2022, 06:32 PM IST
জ্যোতিষ শাস্ত্রের (Astrology) একটি গুরুত্বপূর্ণ অংশ হল বাস্তু। শাস্ত্র মতে, ঘরে বাস্তুদোষ তৈরি হলে তা সব কাজে বাধা দেয়। বাচ্চার পড়াশোনায় বাধা, চাকরিতে বাধা, শারীরিক সমস্যা এমনকী আর্থিক ক্ষতি (Financial Problems) হতে পারে বাস্তুদোষে। শাস্ত্র মতে, সঠিক নিয়ম মেনে ঘর সাজালে দূর হবে সকল সমস্যা। জেনে নিন কীভাবে ঘর সাজাবেন। কোথায় কোন জিনিস রাখতে ঘরে পজেটিভ এনার্জি (Positive Energy) তৈরি হবে।
বসার ঘরে পরিবারের ছবি ঝুলিয়ে রাখুন। পরিবারের সদস্যদের ছবি রাখা বাস্তু মতে শুভ। এতে ঘরে পজেটিভ এনার্জি তৈরি হয়। যা পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করবে।
210
বসার ঘরে অনেকেরই পিলার থাকে। বাস্তু মতে এটা অশুভ। এর থেকে নেগেটিভ এনার্জি তৈরি হয়। বসার ঘরে পিলার থাকলে ঘরটি দুটি ভাগে ভাগ করে ব্যবহার করুন।
310
যদি দেখেন পরিবারের কোনও সদস্যের উন্নতিতে বাধা আসছে। বারে বারে কেউ অসু্স্থ হয়ে পড়ছে তাহলে কর্পূরকে হাতিয়ার করুন। বাড়ির কোণায় কর্পূরের বল রাখুন। এতে সকল বাস্তুদোষ দূর হবে।
410
বাস্তুদোষ দূর করতে নুন বেশ উপকারী। প্রতিদিন ঘর মোছার সময় নুন জল দিয়ে ঘর মুছুন। বাস্তু মতে, এই টোটকা মেনে চললে সব কাজে সফল হবেন। সকল বাধা কেটে যাব।
510
রান্না ঘরের গ্যাস রাখুন দক্ষিণ পূর্ব কোণে। রান্না করার সময় পূর্ব দিকে রান্না করুন। এতে সকলের সুস্বাস্থ্য বজায় থাকবে।
610
রান্নাঘর পরিষ্কারের জন্য সকলেরই আলাদা ঝাড়ু থাকে। এই ঝাড়ু ভুলেও রান্নাঘরে রাখবেন না। রান্না ঘর পরিষ্কার হয়ে গেলে তা অন্য জায়গায় রাখুন। তা না হলে, বাস্তুদোষ তৈরি হবে।
710
শাস্ত্র মতে, বাড়ির উত্তর পূর্ব দিকে ডাস্টবিন (Dustbin) রাখা উচিত নয়। এতে তৈরি হতে পারে বাস্তুদোষ। অমঙ্গল দেখা দিতে পারে আপনার সংসারে। তাই সঠিক দিকে ডাস্টবিন রাখুন। আর ভুলেও ভাঙা বালতি বা ভাঙা পাত্র ডাস্টবিন হিসেবে ব্যবহার করবেন না।
810
বাস্তু মতে, বাড়ির গুরুত্বপূর্ণ অংশ হল শোওয়ার ঘর। শোওয়ার ঘরে আয়না কিংবা অ্যাকোরিয়াম রাখবেন না। এতে নেতিবাচক এনার্জি তৈরি হয়। একান্ত আয়না থাকলে তা এমন ভাবে রাখুন, যাতে তা খাট থেকে দেখা না যায়।
910
ঘরে রাখতে পারেন ঘোড়ার নাল। দরজার ওপরে ঘোড়ার নাল রাখা শুভ মনে করা হয়। বাস্তু মতে, এতে পজেটিজ এনার্জি বাড়ে। যা সব ক্ষেত্রে সাফল্য এনে দেয়।
1010
ঘরে জলপ্রপাত, সোনালি রঙের মাছ কিংবা প্রবাহিত নদীর ছবির রাখতে পারেন। এতে বাস্তু দোষ কেটে যাবে। সঙ্গে ফিরে আসবে পজিটিভ এনার্জি। ঘরে সুখ, শান্তি বজায় রাখতে মেনে চলুন এই টোটকা