প্রতি মাসের কৃষ্ণপক্ষের শেষ তারিখে পড়ে অমাবস্যা তিথি। সেই তিথি অনুসারে কাল অমাবস্যা। বৈশাখ মাসের অমাবস্যা পড়েছে ৩০ এপ্রিল। এবছর সেই দিন আবার সূর্যগ্রহণ। এবার অমাবস্যা পড়েছে শনিবার। শনিবার হওয়ায় এটি শনিশ্চরি বা শনিচরি অমাবস্যা বলা হয়। জ্যোতিষ শাস্ত্রে, শনিচরি অমাবস্যার গুরুত্ব বিস্তর। মনে করা হয়, এই দিন নিষ্ঠার সঙ্গে শনি দেবতার পুজো করলে জীবনের সকল দুর্ভোগ কেটে যাবে। এবছর শনিচরি অমাবস্যায় রয়েছে বিশেষ যোগ। তাই এই দিন পালন করুন কয়টি জ্যোতিষ টোটকা। শাস্ত্র মতে, শনি দেবতার কৃপা দৃষ্টি পেতে ও শনির মহাদশা থেকে মুক্তি পেতে বেশ উপকারী এই সকল টোটকা। জেনে নিন কীভাবে করবেন এই সকল উপায়।