শনিদেবতার আশীর্বাদ পেতে শনিশ্চরি বা শনিচরি অমাবস্যার দিন সকলেই নিষ্ঠার সঙ্গে শনি দেবতার পুজো করে থাকেন। এবছর শনিদেবতার সঙ্গে হনুমানজির পুজো করুন। হনুমানজিকে লাড্ডু, ছোলা, ডাল ও গুড়ের প্রসাদ দিন। এতে জীবনের সকল সংকট কেটে যাবে। ভগবান হনুমানকে সংকটমোচন বলা হয়। আর শনিদেবতার পাশে ভগবান হনুমানের পুজো করল তাঁরও কৃপা লাভ করবেন।