চলছে শেষ মুহূর্তের আয়োজন। কোথাও চলছে লাইটের কাজ তো কোথাও দেব মূর্তি আনার পর সাজসজ্জার শেষাংশের কাজ বাকি। রাত পোহালেই গণেশ চতুর্থী। গণেশ চতুর্থী অর্থাৎ ভাদ্র শুক্ল চতুর্থী তিথি শুরু হয়েছে ৩০ অগস্ট থেকে। এই দিন দুপুর ৩টে ৩৪ মিনিট থেকে শুরু হয়েছে শুভ সময়। চলবে ৩১ অগস্ট দুপুর ৩টে ২৩ মিনিট পর্যন্ত। সে কারণে অধিকাংশ জায়গায় ৩১ তারিখ পুজিত হবেন ভগবান গণেশ। আবার কোথাও কোথাও এক সপ্তাহ ধরে চলে উৎসব। কোথাওবা চলে ৩ দিন, কোথাও আবার সাত দিন ধরে চলে উৎসব। গণেশ চতুর্থীর দিন সকলকে জানান শুভেচ্ছা। সকল প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে পাঠাতে পারেন এমন মেসেজ। রইল ১০টি সেরা শুভেচ্ছা বার্তার হদিশ।