তোমার সকল স্বপ্ন সত্যি হোক, সকল আশা পূরণ হোক, সুখে জীবন ভরে যাক। জানাই গণেশ চতুর্থীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। - গণেশ চতুর্থীর দিন সকলকে পাঠাতে পারেন এমন বার্তা। আপনার পাঠানো শুভেচ্ছা বার্তা মন কাড়বে সকলের। শাস্ত্র মতে, গণেশ চতুর্থী বা ভাদ্র শুক্ল চতুর্থী তিথি খুবই গুরুত্বপূর্ণ। এই দিন দুপুরের সময় গণেশের জন্ম হয়েছিল।