জীবনের সমস্যা কাটিয়ে উঠতে, এই বস্তুটি কাজ করবে ম্যাজিকের মতো

অনেকের বাড়িতে গেলে খেয়াল করে দেখবেন বাড়ির প্রধাণ দরজার উপরে ঘোড়ার খুরের নাল আটকানো থাকে। বাস্তুশাস্ত্র মতে, বাড়িতে ঘোড়ার খুরের নাল আটকানো থাকলে অর্থনৈতিক উন্নতি ঘটে। এই বস্তুটি বাড়িতে নেতিবাচক শক্তির প্রবেশে বাধার সৃষ্টি করে। ফলে কোনও ধরনের উটকো ঝামেলা বা খারাপ পরিস্থিতির তৈরির আশঙ্কা থাকে না। জেনে নেওয়া যাক বাস্তু মতে এর উপকারীতা-

deblina dey | Published : Jan 7, 2020 7:47 AM IST / Updated: Jan 07 2020, 02:37 PM IST
120
জীবনের সমস্যা কাটিয়ে উঠতে, এই বস্তুটি কাজ করবে ম্যাজিকের মতো
ঘোড়ার খুরের নাল ব্যবহারের ক্ষেত্রে মনে রাখতে হবে কালো ঘোড়ার খুরের নাল সবথেকে বেশি কাজ দেয়।
220
এই নাল যদি আগুনে পোড়ানো হয় তবে এর গুনাগুন সম্পুর্ন নষ্ট হয়ে যায়, তাই ঘোড়ার নাল আগুনে পোড়ানো যাবেনা।
320
ব্যবসার ক্ষেত্রে মন্দা পরিস্থিতি থাকলে এটি ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে ব্যবসার স্থানে ক্যাশবাক্সে কালো কাপড়ে মুড়ে কালো ঘোড়ার খুরের নাল রেখে দিন। ব্যবসার মন্দা কেটে গিয়ে সাফল্য ফিরে পাবেন।
420
ঘরের সমস্যা বা আর্থিক কোনও সমস্যার ক্ষেত্রেও একইভাবে বাড়ির প্রধান দরজার উপরে ঘোড়ার খুরের নাল ইউ আকার অবস্থায় টাঙিয়ে দিন। কয়েকদিনের মধ্য়েই পরিস্থিতি অনুকূলে চলে আসবে।
520
শনির সাড়ে সাতি প্রভাব চলতে থাকলেও এই ঘোড়ার খুরের নাল থেকে উপকার পাবেন।
620
সে ক্ষেত্রে কালো ঘোড়ার খুরের নাল থেকে তৈরি পিন, পেরেক বা আংটি একটি লোহার পাত্রে সরিষার তেল নিয়ে তাতে রাখুন।
720
তেল সহ এই পাত্র শনিবারে কোনও অশ্বত্থ গাছের নীচে রেখে দিলে শনির সাড়ে সাতি প্রভাব কমতে লঘু হতে শুরু করে।
820
কালো কাপড় জড়িয়ে কালো ঘোড়ার খুরের নাল রাখলে পরিবারের সদস্যদের কোনওদিন চরম আর্থিক অনটনের মধ্যে পড়তে হয় না।
920
কালো ঘোড়ার জন্য একটি নাল শনিবার দিনে বাড়িতে স্থাপন করুন। এতে সিঁদুরের ফোটা দিয়ে তিনটি লোহার পেরেক দিয়ে তবে টাঙান। এতে শনির প্রভাব কমতে শুরু করে।
1020
খারাপ নজর থেকে রক্ষার জন্য কালো ঘোড়ার খুরের নাল সরষের তেলে ঢুবিয়ে, মাথা থেকে পা পর্যন্ত ৭ বার ঘুরিয়ে কোনও ফাঁকা স্থানে পুঁতে দিন। এতে কুনজর এড়াতে পারবেন সহজেই।
1120
দুর্দশার থেকে মুক্তির জন্য কালো সুতো সরষের তেলে ডুবিয়ে রেখে, তা দিয়ে কালো ঘোড়ার খুরের নাল বেঁধে পুরনো কোনও চামড়ার জুতোর ভিতরে ভরে বট গাছের নীচে পুঁতে দিন। এতে দুর্দশা থেকে মুক্তি পাবেন সহজেই।
1220
শুধু তাই নয় বাড়িতে কালো ঘোড়ার খুরের নাল থাকলে সৌভাগ্য হবে আপনার নিত্য সঙ্গী।
1320
কালো ঘোড়ার খুরের নাল সামাজিক সম্মান বৃ্দ্ধিতেও সাহায্য করে।
1420
বাস্তুশাস্ত্রের মতে, বাড়ির ইতিবাচক শক্তি প্রভাব বৃদ্ধি পেলে পরিবারের সদস্যদের ভাগ্য ফিরতে বেশি সময় লাগে না।
1520
শুনতে অবাক লাগলেও বাস্তু মতে, কালো ঘোড়ার খুরের নাল বাড়িতে থাকলে রোগ ব্যাধির প্রকোপও অনেক কমে যায়।
1620
কালো ঘোড়ার খুরের নাল থেকে যে পজেটিভ শক্তির সঞ্চার হয়, তাতে পরিবারের সদস্যদের রাগ ও মানসিক অবসাদও কমে আসে।
1720
মনে করা হয়, শোয়ার ঘরে কালো ঘোড়ার খুরের নাল রাখলে স্বামী-স্ত্রীর মধ্যে বৈবাহিক সম্পর্কের উন্নতি ঘটে। ফলে বাড়িতে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকে।
1820
বাস্তুমতে, বাড়িতে কালো ঘোড়ার খুরের নাল রাখলে কোনওদিনও খাবারের অভাব হয় না।
1920
বাস্তুমতে, বাড়িতে কালো ঘোড়ার খুরের নাল রাখলে কোনওদিনও খাবারের অভাব হয় না।
2020
তাই কঠিন সময়ের সম্মুখিণ হওয়ার আগেই বাড়িতে কালো ঘোড়ার খুরের নাল ব্যবহার করুন।
Share this Photo Gallery
click me!

Latest Videos