বাড়ীর শোবার ঘরকে কখনোই ঠাকুর ঘর করবেন না, বা ঠাকুর রাখবেন না। রাখলেও কিছু নিয়ম মেনে ব্যবহার করতে হবে। শোবার ঘরে ঠাকুরের ক্যালেন্ডার রাখাও উচিত নয়। বাড়ীর টয়লেট-এর পাশেও কখনোও ঠাকুর ঘর করবেন না। ঠাকুরঘরের রং- সাধারনভাবে নীলাভ, সিলিং- সাদা দিলে খুব ভাল হয়।