আসলে গুড লাক প্রয়োজন হয় সব কিছুর ক্ষেত্রেই। কিন্তু, আলাদা আলাদা করে তো আর সব জিনিস ধারন করা যায় না। সেই কারণে এই এভরিথিং নেকলেস (Everything Necklace) পরতেই পারেন। এর মধ্যে থাকে সব কিছুই। একটা হারের লকেটের মধ্যেই সব কিছুকে তুলে ধরা হয়। সেখানে যেমন রয়েছে লাকি আই, তেমনই রয়েছে লাভ চিহ্ন-সহ আরও অনেক কিছুই। আর এগুলি পরে বের হলে চট করে কেউ বুঝতেও পারবেনা না। আবার আপনার গুড লাক চার্মও আপনার সঙ্গেই থাকবে।