শাস্ত্র মতে বাড়িতে দোষ থাকলে তার প্রভাব পড়ে প্রতিটি ব্যক্তির জীবন। তাই সঠিক নিয়ম মেনে ঘর সাজান। এমনকী, আপনার যে আচরণ থেকে অশুভ শক্তি তৈরি হতে পারে, সে আচরণের পরিবর্তন করুন। তবে, আচরণ পরিবর্তন সহজ হলেও হুট করে ঘরের দিক পরিবর্তন করা সহজ নয়। তবে, শাস্ত্রে রয়েছে এর প্রতিকার।