বাস্তু মতে, বাড়িতে নেতিবাচক এনার্জি বেশি তৈরি হলে, তার জন্য আর্থিক অভাব দেখা দিতে পারে। দেখা দিতে পারে শারীরিক জটিলতা। আবার ইতিবাচক এনার্জি বেশি থাকলে একদিকে যেমন আর্থিক উন্নতি ঘটে তেমনই ঘটে কর্মে উন্নতি। বাস্তু শাস্ত্র অনুসারে, বাস্তুদোষের প্রথম কারণ হলে ঘরের দিক দর্শন। যে কারণে, আজকাল অনেকেই বাড়ি তৈরি করার আগে বাস্তু মত জেনে নিচ্ছেন। বাস্তু মতে, বাড়িতে শোওয়ার ঘর ও রান্নাঘর কিংবা বাথরুম সঠিক দিকে না হলে এর থেকে নেতিবাচক এনার্জি তৈর হয়। যা আমাদের জীবনে খারাপ প্রভাব ফেলে। তেমনই নানা কারণে তৈরি হতে পারে বাস্তুদোষ। আমরা প্রতিদিন এমন কিছু ভুল কাজ করে থাকি, যার জন্য তৈরি হতে পারে বাস্তুদোষ।