কৃষ্ণ বা শ্রীকৃষ্ণ হলেন পরম পুরুষোত্তম ভগবান। তিনি বগবান বিষ্ণুর অষ্টম অবতার রূপে খ্যাত। সংস্কৃত কৃষ্ণ শব্দটির অর্থ কালো, ঘন বা ঘন নীল। তবে, এই নামের একাধিক ব্যাখ্যা পাওয়া যায়। তেমনই ভগবান কৃষ্ণকে নিয়ে রয়েছে একাধিক কাহিনি। বিভিন্ন রাজ্যে ভগবান কৃষ্ণকে নিয়ে নানান কাহিনি প্রচলিত। এক ঝলকে দেখে নিন এমন কয়টি কাহিনি।