স্বামী দীর্ঘায়ু কামনার জন্য নির্জলা উপবাস করে ব্রত পালন করে করওয়া চৌথের ব্রত পালন করেন অনেক মহিলারা। এই দিন মহাদেব ও পার্বতীর পুজো হয়। এই দিন কঠিন ব্রত পালন করে থাকেন মহিলারা। তিথি অনুসারে, এবছর করওয়া চৌথ পালিত হবে ১৩ অক্টোবর। তবে, ১৩ অক্টোবর রাত ১.৫৯ মিনিটে চতুর্থী পড়ছে। তিথি সমাপ্ত হচ্ছে ১৪ অক্টোবর রাত ৩.০৮ মিনিটে। করওয়া চৌথের পুজোর তিথি বিকেল ৫.৫৪ মিনিট থেকে সন্ধ্যে ৭.০৯ মিনিট পর্ঠন্ত। মোট ১ ঘন্টা ১৫ মিনিট পর্যন্ত এবছর পুজোর তিথি আছে। ব্রতর সময় ভোর ৬.২০ মিনিট থেকে রাত ৮.০৯ মিনিট পর্যন্ত। এই শুভ তিথিতে সকলকে জানান শুভেচ্ছা। জেনে নিন কেমন বার্তা লিখবেন।