পারস্পরিক প্রশংসা, অগাধ শ্রদ্ধা, সমান আকর্ষণ ও অন্তহীন ভালোবাসা- আপনার বিবাহিত জীবনে সুখ নিয়ে আসুন। রইল করওয়া চৌথের শুভেচ্ছা। - স্বামী দীর্ঘায়ু কামনার জন্য নির্জলা উপবাস করে ব্রত পালন করে করওয়া চৌথের ব্রত পালন করেন অনেক মহিলারা। বিবাহিত মহিলাদের কাছে করওয়া চৌথ একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিন সকলকে জানান শুভেচ্ছা।