কুম্ভ রাশির জাতক জাতিকারা কোমল মানুষ হয়, কাউকে কষ্ট পেতে দেখতে পারে না, তারা তাঁদের শত্রুদের স্বার্থে চিন্তা করে, তারা সময় এলে খুব চতুরতার সঙ্গে অন্যদের কাছ থেকে তাদের কাজ আদায় করে নিতে পারদর্শী হয়। এই মানুষরা সাধারণত সুন্দর, মানুষ। তবে কুম্ভ রাশির জাতকদের দৃষ্টিভঙ্গি বা মত বাকিরা মেনে না নিলে তারা খুব রেগে যান।