২০২১ সালে তৈরি হচ্ছে শুভ যোগ, দেখে নিন নতুন বছরের নক্ষত্র এবং গ্রহের অবস্থান

অভিশপ্ত ২০২০ সালকে বিদায় জানিয়ে ২০২১ -কে সালকে স্বাগত জানাতে প্রস্তুত। ২০২০ সালের মানুষের স্মৃতি মোটেও ভাল নয়। মহামারীর জেরে বহু মানুষ নানান সমস্যার মুখোমুখি হয়েছে। এই মহামারীটির ভয় এখনও রয়ে গেছে। আগামী বছরটি মানুষের পক্ষে মঙ্গলজনক হয়ে উঠুক, সকলে এই একই প্রার্থনা করছেন ঈশ্বরের কাছে। জ্যোতিষ গণনা অনুসারে, আগামী নতুন বছরের শুরুতে গ্রহগুলির অবস্থান অনুযায়ী তৈরি হচ্ছে নতুন যোগ। জেনে নিন কেমন কাটবে আগামী বছর।  

deblina dey | Published : Dec 17, 2020 7:20 AM IST
110
২০২১ সালে তৈরি হচ্ছে শুভ যোগ, দেখে নিন নতুন বছরের নক্ষত্র এবং গ্রহের অবস্থান

বর্ষশেষের দিনটি অর্থাৎ ৩১ ডিসেম্বর থাকবে পৌষ মাসের শুক্লপক্ষের তিথি। 

210

এই দিন, চাঁদ ধনু রাশিতে মিথুনে থাকবেন সূর্য। 

310

বিশেষ কথাটি হল নতুন বছর অর্থাৎ পয়লা জানুয়ারী, ২০২১ সালে শুরু হবে বৃহস্পতিপষ্য নক্ষত্রের মহাযোগে। 

410

পৌরাণিক গ্রন্থ অনুসারে এই বৃহস্পতিপষ্য নক্ষত্রের মহাযোগ অত্যন্ত মঙ্গলকর। 

510

জ্যোতিষ গণনা অনুসারে, বৃহস্পতিপষ্য যোগ ২০২০ সালের ৩১ ডিসেম্বর অবধি রয়েছে। 

610

নতুন বছরের সূচণা হবে এই নক্ষত্র যোগে। যাকে বলা যায় একটি শুভ অনুষ্ঠান।

710

বৃহস্পতি ও শনি নববর্ষে মকর রাশিতে থাকবে বৃহস্পতি শনির মিলন মকর রাশিতে থাকবে। 

810

একইসঙ্গে, সূর্য ও বুধ রাশির ধনুতে থাকবে। নতুন বছরকে আনন্দে পূর্ণ করে তুলতে এই দিনটি শুরু করুন শুভ কাজকর্ম দিয়ে। 

910

এই দিন সকালে ঘুম থেকে উঠুন এবং বাবা-মা এবং গুরুদের থেকে আশীর্বাদ নিয়। দয়া করে এই দিন দুঃস্থদের সহায়তা করুন। 

1010

নববর্ষে সমস্ত খারাপ অভ্যাস ত্যাগের প্রতিশ্রুতি নিন এবং মানবকল্যাণ সম্পর্কে ভাবার চেষ্টা করুন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos