এরা কঠোর মনের মানুষ হন। সে কারণে পুলিশ, সৈনিক, সামরিক অফিসারের মতো পদে এরা ভালো কাজ করেন। তবে, এদের মঙ্গল অশুঙ হলে অহংকারী, দাঙ্গাবাজ ও গুন্ডা হয়ে যায়। তাই এদের থেকে সতর্ক থাকুন। এদের সঙ্গে মনের মিল সব রাশির হয় না। তবে, বৃশ্চিকের সঙ্গে বৃষ, কর্কট ও সিংহ রাশির মনের মিল হয়ে থাকে।