জ্যোতিষীদের মতে এমন প্রচুর জাতক জাতিকা আছেন যারা মাঙ্গলিক অর্থাৎ মাঙ্গলিক দোষ থাকা সত্বেও সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। কোনও ব্যক্তির উপর কোনও গ্রহের শুভ অশুভ প্রভাবের ফলে, সেই জাতকের জীবনে শুভ অশুভ যোগ নিয়ে আসে। মঙ্গলকে শক্তির কারক গ্রহ বলা হয়। কোনও জাতকের উপর মঙ্গলের প্রভাব থাকলে সেই জাতক বা জাতিকার উপর এই গ্রহ শুভ ফল দেয় বা প্রভাব বিস্তার করে তারা সাধারনত নিজের বিরুদ্ধে কোনও কথা একদম পছন্দ করে না, খুব রেগে যায়। কোনও ব্যক্তির জীবনে গ্রহের শুভ ও অশুভ প্রভাব অবশ্যই দেখা যায়। এরা জীবনে প্রচুর বাধা অতিক্রম করে সাফল্য লাভ করে। এরা নিজেদের সফলতার জন্য প্রচুর পরিশ্রম করতে পারে। কোন কোন ভাবে মঙ্গলের অবস্থান থাকলে কোনও রাশির উপর কেমন প্রভাব থাকবে তা জেনে নিন-