এ তো গেল দ্বিতীয় দিনের কথা। জানেন কি নবরাত্রিতে দেবী দুর্গার সঙ্গে পুজিত হন ভগবান হনুমান। জীবনের সকল সংকট থেকে মুক্তি পেতে নবরাত্রিতে দেবী দুর্গার পুজো করেন ভক্তরা। শাস্ত্র মতে, এটি মহা উৎসব। এই নবরাত্রির নয়দিন পবিত্র দিন হিসেবে বিবেচিত হয়। এই নবরাত্রিরের পুজোর সময় দেবীর আরাধনার পাশাপাশি হনুমানজি-র পুজো করা হয়।