মিশুকে স্বভাবের জন্য অনেকে যেমন তুলা রাশি ছেলে-মেয়েকে পছন্দ করে থাকেন, আবার অনেকে সময় এই জন্যই খারাপ হয়ে থাকেন। তাদের এই স্বভাবের জন্য এরা নিজেরাও সমস্যায় পড়েন। অধিক কথা বলা, প্রাণ খোলা স্বভাবে জন্য লোকে এদের ভুল পথে চালিত করে। তাই আপনি নিজেও যদি তুলা রাশির জাতক কিংবা জাতিকা হন, তাহলে সতর্ক থাকুন।