ধনু রাশি- চরিত্রের দিক দিয়ে সৎ, ধার্মিক, পরোপকারী ও আদর্শবাদী হিসেবে খ্যাত ধনু রাশির ছেলে মেয়েরা। এদের ব্যক্তিত্ব সকলের নজর কাড়ে। এরা দৃঢ় প্রতিজ্ঞ, জ্ঞানী ও প্রতিভাশালী স্বভাবের হয়ে থাকেন। যে কারণে সকলের থেকে প্রশংসা পান এরা। তবে, এরা অর্থ ব্যয়ের ব্যপারে বড্ড কৃপণ হয়ে থাকেন।