আর কয়েক মুহূর্তের অপেক্ষা। তারপরই ঘরে ঘরে পুজিত হন মা লক্ষ্মী। মন্ডপে আসতে শুরু করেছেন দেবী প্রতিমা। অধিকাংশ বাঙালি বাড়িতেই এই কোজাগরী লক্ষ্মী পুজো হয়ে থাকে। চলছে পুজোর প্রস্তুতি। তিথি অনুসারে ৯ অক্টোবর পুজিত হবেন দেবী লক্ষ্মী। কোজাগরী লক্ষ্মীপুজোর তিথি থাকছে ৮ অক্টোবর শনিবার রাত ৩/২৯/৪২ থেকে ৯ অক্টোবর রাত ২/২৫/৫ পর্যন্ত। পুজোর শুভ তিথিতে সকলকে জানান শুভেচ্ছা। আজ রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ। জেনে নিন এই শুভ তিথিতে কেমন বার্তা পাঠাবেন। আজ রইল কয়টি বার্তার হদিশ। দেখে নিন কী কী লিখবেন।