ধনদেবীর আশীর্বাদে যেন প্রতিটি ঘরে সমৃদ্ধির জোয়ার আসে, আনন্দ বিরাজ করুক। মা লক্ষ্মীর কাছে সবার জন্য করি প্রার্থনা। শুভ লক্ষ্মী পুজো। - সঠিক নিয়ম মেনে দেবীর পুজো করুন। কোজাগরী লক্ষ্মী পুজোতে অধিকাংশ রমণীরা মায়ের ভোগ রান্না করে থাকেন। খিচুড়ি, পায়েস, লাবড়া যেমন অনেকে বানান। তেমন অনেকে তৈরি করে নাড়ু কিংবা মোয়ার মতো মিষ্টান্ন।