এই পাঁচ রাশির প্রেম জীবনে বিবাদ হওয়ার সম্ভাবনা প্রবল, দেখে নিন আজকের প্রেমের রাশিফল

সকলের জীবনে প্রেমের গুরুত্ব অপরিসীম। প্রেমের সম্পর্ক মজবুত করতে সকলে কত কী করে থাকেন। কিন্তু, জানেন কী আপনার দাম্পত্য জীবন কেমন কাটবে গ্রহের ওপর অনেকাংশে নির্ভর করে। গ্রহের পরিবর্তনের ফলে রাশিতে পরিবর্তন দেখা দেয়। সেই মত আনুসারে আজ একাধিক রাশির সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকার দিন। তা না হলেই বাঁধতে পারে বিবাদ। জেনে নিন কে কে রয়েছেন এই তালিকায়। কার প্রেমের জন্য ভালো দিন আর কার নয়, তা জেনে নিন। কে নতুন সম্পর্ক শুরু করতে পারেন, আর কার সম্পর্কে দায়িত্ব নেওয়ার সময় এসেছে, তা রয়েছে আজকের প্রেমের রাশিফলে।   

Web Desk - ANB | Published : Apr 29, 2022 9:00 AM
112
এই পাঁচ রাশির প্রেম জীবনে বিবাদ হওয়ার সম্ভাবনা প্রবল, দেখে নিন আজকের প্রেমের রাশিফল

মেষ (Aries)
সঙ্গীর সঙ্গে ভালো বন্ডিং তৈরি করার জন্য আজকের দিনটি সেরা। আপনার ব্যক্তিগত কোনও সমস্যা থাকলে তার সঙ্গে আলোচনা করতে পারেন। সঙ্গীর পরামর্শে আজ সব সমস্যা থেকে মুক্তি পাবেন। আজ একে অপরকে গুরুত্ব দিন। তার প্রতি আপনার ভালোলাগার কথা জানান। আজ তার প্রশংসা করতে পারেন। প্রেমের জন্য আজকের দিনটি সেরা।   

212

বৃষ (Taurus)
আজ প্রেমের ক্ষেত্রে সতর্ক থাকুন। সঙ্গীর সঙ্গে তর্কে জড়াতে পারেন। আজ সঙ্গীর অনুভূতির দিকে নজর দিন। তার ভালো লাগা, খারাপ লাগাগুলোকে গুরুত্ব দিন। যদি কোনও সমস্যা আপনাদের মাঝে ইতিমধ্যেই চলতে থাকে, তবে তা গুরুত্ব দেবেন না। আজ পুরনো সমস্যা নিয়ে আলোচনা করার দিন নয়। আজ কোনও ক্ষেত্রেই অপচয় করবেন না।  

312

মিথুন (Gemini)
নানান কারণে কি সঙ্গীকে সময় দিতে পারছেন না? তাহলে আজ অস্বস্তিতে পরতে পারেন। আজ মনোমালিন্য হওয়ার যোগ আছে। আপনার জীবনে কোনও সমস্যা থাকলে তার সঙ্গে খোলাখুলি আলোচনা করুন। তা না হলে ভুল বোঝাবুঝি বাড়বে। আর সঙ্গী সমস্যায় থাকলে তার সমস্যা বোঝার চেষ্টা করুন। দুজনকেই দুজনের সমস্যা বুঝতে হবে তা না হলে পরে সম্পর্ক খারাপ দিকে এগোবে।   

412

কর্কট (Cancer)
আজ সঙ্গীর সঙ্গে সিনেমা দেখতে যান কিংবা ঘুরতে যান। সঙ্গীর সঙ্গে সময় কাটালে সকল মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। আপনার নিয়মিত অভ্যাস ত্যাগ করে আজ নতুন করে বাঁচুন। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ আসবে। সেই সুযোগ নষ্ট করবেন না। আজ দিনটিকে মনোর মতো করে পান করুন।  

512

সিংহ (Leo)
নিজেকে কোনও কাজ করার জন্য বাধ্য করবেন না। পরে অনুশোচনায় পড়তে পারেন। আজ মেজাজ ধরে রাখুন। আপনার মেজাজ হারানোর জন্য সমস্যা তৈরি হতে পারে। আজ নতুন সম্পর্কে জড়াতে পারেন। শর্ট টার্ম রিলেশনশিপ আপনার জন্য সেরা। তবে, সম্পর্ক নিয়ে বেশি ভবিষ্যত পরিকল্পনা করবেন না। তাহলে সম্পর্কের জটিলতা বৃদ্ধি পেতে পারে।   

612

কন্যা (Virgo)
আজ দুজনে খোলামেলা আলোচনা করুন। মনে কোনও পুরনো ক্ষোভ জমে থাকলে তা আর মনে চেপে রাখবেন না। আজ দুজনের সব ভুল বোধাবুঝি মিটে যাবে। প্রেমের জন্য আজ আদর্শ দিন। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আজ আরও মজবুত হবে। আজ সম্পর্ক নিয়ে দুজনেরই আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আজ না জেনে কোনও মন্তব্য করবেন না।  

712

তুলা (Libra)
কারণ ছাড়া কোনও বিতর্কে জড়াবেন না। এতে সম্পর্কে খারাপ প্রভাব পড়বে। কর্মক্ষেত্রে আজ উত্তেজনা সৃষ্টি হতে পারে। আাবার সম্পর্কেও আজ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। বিবাদ থেকে দূরে থাকুন। আর আজ কোনও চ্যালেঞ্জের সম্মুখীন হবেন না। এতে নিজেই বিপদে পড়বেন। সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ হলে পুরনো কোনও ঝামেলা তুলে আনবেন না।    

812

বৃশ্চিক (Scorpio)
আজকের দিনটি প্রেমের জন্য খুব ভালো। আজ লাভজনক আলোচনা করতে পারেন। আজ কোনও সিদ্ধান্তও নিতে পারেন। প্রেম আজ উজ্জ্বল হবে। সম্পর্কে নতুন মোড় আসতে পারে। আজ পুরনো কোনও বিবাদ টেনে আনবেন না। এতে সমস্যা বাড়তে পারে। আজ শুধু ভবিষ্যত নিয়ে আলোচনা করুন। এতে সম্পর্কের উন্নতি ঘটবে। 

912

মকর (Capricorn)
প্রেমের ক্ষেত্রে দায়িত্ব নেওয়ার সময় এসেছে। সত্যিই সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে নিজের দায়িত্ব পালন করুন। ভবিষ্যতের কোনও সিদ্ধান্ত আজ গ্রহণ করুন। আজ বিবাদে জড়াবেন না। না জেনে কোনও পরিস্থিতি নিয়ে পরিকল্পনা করবেন না। সম্পর্কের উন্নতি করার চেষ্টা করুন। নিজের দায়িত্ব পালন করুন। তা না হলে সম্পর্ক টেকানো কঠিন হবে।   

1012

কুম্ভ (Aquarius)
আজ কাউকে প্রেমের প্রস্তাব দেবেন না। এতে সম্পর্কের জটিলতা বৃদ্ধি পাবেন। ইতিমধ্যে সম্পর্কে থাকলে নতুন কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আজ সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ আসতে পারে। এতে সম্পর্কের উন্নতির চেষ্টা করুন। তা না হলে জটিলতা বৃদ্ধি পেতে পারে। 

1112

মীন (Pisces)
আপনার কষ্ট লুকিয়ে রাখবেন না। সরাসরি তাকে জানান। আপনার মনের কথা বলুন। তা না হলে ভুল বোঝাবুঝি বাড়তে থাকবে। আপনি যদি সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে খোলাখুলি আলোচনা করা প্রয়োজন। আজ তার প্রশংসা করতে পারেন। প্রেমের জন্য আজকের দিনটি সেরা।   

1212

ধনু (Sagittarius)
আজ স্ত্রীর সঙ্গে বিবাদের সম্ভবানা হয়েছে। তার ভাবনা চিন্তাকে গুরুত্বদিন। অকারণ বিবাদ করবেন না। এতে সম্পর্কে খারাপ প্রভাব পড়বে। পুরনো ঝামেলা নিয়ে ভুল বোঝাবুঝি মেটাতে যাবেন না। এতে সম্পর্কের জটিলতা আরও বৃদ্ধি পাবে। সম্পর্কের উন্নতি করতে চাইলে সময়টা উপভোগ করুন। আজ প্রেমের ক্ষেত্রেও বিবাদ এড়িয়ে চলুন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos