আল্লাহ আপনাকে ভালোবাসা, সাহস, প্রজ্ঞা, তৃপ্তি, ধৈর্য উপহার দিক। জানাই মহরমের শুভেচ্ছা।--- গুরুত্বপূর্ণ মহরমের মাসটি শিয়ারা আশুরাকে কারবালার বিষাদময় ঘটনা স্মরণ করে পালন করা হয় মহরম। মুসলিমরা মসজিদে বিশেষ প্রার্থনা করেন এই দিন। এই সময় বিশেষ প্রার্থনা সভায় অংশ নিয়ে থাকেন সকলে।