ইসলাম ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব হল মহরম। ইসলামিক বর্ষপঞ্জির প্রথম মাসই হল মহরম। আল কোরানের বিধান অনুসারে এটি পবিত্র মাস। সে কারণে এই মাসটি ইসলাম ধর্মের মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মাসে ইসলাম ধর্মাবলম্বীরা নিজেদের সব খুশি ত্যাগ করেন ও শোক পালন করে থাকেন। মহরম কোনও উৎসব নয়, বরং অধর্মের ওপর ধর্মের জয়ের প্রতীক হিসেবে মনে করা হয়ে থাকে। এবছর মহরম পড়েছে ৯ অগস্ট, মঙ্গলবার। অর্থাৎ ৮ অগস্ট সোমাবার পালন হবে জাগরণের রাত। এই বিশেষ দিনে সকলকে জানান শুভেচ্ছা। আল্লার কৃপা প্রার্থনা করুন সকলের জন্য। দেখে নিন কী লিখবেন শুভেচ্ছা বার্তায়। রইল ১০টি গুরুত্বপূর্ণ মেসেজের হদিশ।