শিব, শঙ্কর, রুদ্র, মহাকাল, মহাদেব , ভোলেনাথ , অর্ধদানি, আদিযোগী এবং না জানি কত নামে ডাকে শিবভক্তরা। নানা রূপে পূজা করা হয় মহাদেবকে। প্রতিটি শিব সাধক তার ইচ্ছা অনুযায়ী তাকে পূজা করে। ভগবান শিবের উপাসনার জন্য প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হলেও ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী মহাশিবরাত্রি হিসেবে পালিত হয়।